ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ করেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) গুলশান ক্লাব ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করে।
বুধবার (৩ জানুয়ারি) সংবাদ প্রকাশকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসাব।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক এম মাহমুদুর রশিদ এবং তাদের পরিচালনা পর্ষদ ইসাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নবনির্বাচিত সভাপতি মো. নিয়াজ আলী চিশতি ও সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহমেদ পরিচালনা পর্ষদের পক্ষে দায়িত্বভার গ্রহণ করেন এবং এই সংগঠনের নেতৃত্বে নির্বাচিত করার জন্য সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিয়াজ আলী চিশতি বলেন, “টেকসই উন্নয়ন, শিল্পের বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্নিনিরাপত্তা এবং সুরক্ষার কোনো বিকল্প নেই। যা কোনোভাবেই ইসাব সদস্যদের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। বাংলাদেশকে একটি নিরাপদ বিনিয়োগের দেশ হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত ইসাব সদস্যরা ভূমিকা রেখে চলেছে। মেট্রোরেল, নতুন এয়ারপোর্ট টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলি টানেলসহ দেশের মেগা প্রজেক্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ইসাব সদস্যরা তাদের গুণগত মানের পণ্য এবং সেবা দিয়ে নিশ্চিত করেছেন।”
আমদানিনির্ভর এই সেক্টর দেশীয় উৎপাদনে রূপান্তরিত হয়ে বৈদেশিক মুদ্রা আয়ের একটি আকর্ষণীয় খাত হতে পারে বলেও জানান নিয়াজ আলী চিশতি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহাবুবুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ উপস্থিত ছিলেন।