• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংসদে প্রধানমন্ত্রীকে স্যালুট দিলেন সৈয়দ ইবরাহিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৯:৩২ পিএম
সংসদে প্রধানমন্ত্রীকে স্যালুট দিলেন সৈয়দ ইবরাহিম
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপিরা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অধিবেশন শুরুর আগে তিনি প্রধানমন্ত্রীকে স্যালুট করেন।

শেখ হাসিনা দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি তার জন্য নির্ধারিত আসনে বসার আগে তাকে ঘিরে জড়ো হন অনেক সংসদ সদস্য (এমপি)। অনেক এমপি সংসদ নেতা শেখ হাসিনাকে কদমবুসি করেন। তাদের মধ্যে সরকারদলীয় এমপি ছাড়াও স্বতন্ত্ররাও ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে দেওয়া শাহজাহান ওমরও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দীর্ঘদিন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে স্যালুট করেন। পরে তিনি শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন।

দুপুর ৩টার দিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন কক্ষে প্রবেশ করলে এমপিরা নিজ নিজ আসনের দিকে চলে যান। এ সময় সবাইকে নিজ নিজ আসনে গিয়ে বসার জন্য তাগাদা দেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

Link copied!