রাজধানীসহ আশপাশ এলাকায় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, পান্থপথ, পল্টন, মিরপুর, মতিঝিলসহ বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঢাকার বাইরের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানা যায়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ২৩ মিলিমিটার। এছাড়া বরিশালে ১৫, চাঁদপুরে ৭, ভোলা ও রাজারহাটে ৩, ফেনী, শ্রীমঙ্গল, ডিমলা ও মাদারীপুরে ১, রংপুর, যশোর, চুয়াডাঙ্গা ও দিনাজপুরে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, ঢাকা, গোপালগঞ্জ, সৈয়দপুর, ময়মনসিংহ ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা (১-২) সেলিসিয়াস বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় তা সামান্য হ্রাস পেতে পারে।