• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুবাতাস বইছে প্রবাসী আয়ে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ১০:৫৮ এএম
সুবাতাস বইছে প্রবাসী আয়ে

কোটা সংস্কার আন্দোলনে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। দেশের এই ক্রান্তিলগ্নে অর্থনীতিকে শক্তিশালী করতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে শুরু করেছেন প্রবাসীরা। চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৮২ দশমিক ৭৭ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও একদিন পর পর্যন্ত (১-৬ আগস্টের মধ্যে) দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫.৬৫ মিলিয়ন ডলার। আর পতনের পর ৭-১০ আগস্ট রেমিট্যান্স এসেছে ৩৮৭.১২ মিলিয়ন ডলার। এর মধ্যে আবার দুদিন ছিল সাপ্তাহিক ছুটি।

খাত সংশ্লিষ্টরা জানান, গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিট্যান্স প্রবাহ কমে। যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও। তবে সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এদিকে, গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও কোরবানি-পরবর্তী মাস হওয়ায় প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

Link copied!