• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

জনতার তোপের মুখে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৫:৪৬ পিএম
জনতার তোপের মুখে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
মহাখালীর আমতলী মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। ছবি: সংগৃহীত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে নেমে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সড়ক ছাড়তে বাধ্য হন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে মহাখালীর আমতলীর ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীর ফ্লাইওভারের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় কয়েকজন শিক্ষার্থী একটি বাসের গ্লাস ভাঙচুর ও একজন মোটরসাইকেল চালককে মারধর করেন। পরে অন্য শিক্ষার্থীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

এদিকে সড়ক অবরোধ করায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী মহাখালী থেকে উত্তরা, ফার্মগেট, গুলশান ও তেজগাঁওগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। এসময় ওই সড়কে চলাচলকারী অনেক যাত্রী শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাধারণ জনতার তোপের মুখে পড়ে বাধ্য হয়ে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে যান।

Link copied!