অবরোধ কত সময় চলবে, জানালেন শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৭:০৬ পিএম
অবরোধ কত সময় চলবে, জানালেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখা ও কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। সড়ক, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যোগাযোগ ব্যবস্থায় ছন্দপতন ঘটেছে অনেক স্থানে।

এর মধ্যে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট রোববার (৭ জুলাই) বিকেল থেকেই অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা থমকে গেছে। তীব্র যানজট দেখা দিয়েছে প্রায় গোটা রাজধানীতে।

তবে শিক্ষার্থীদের আন্দোলন বা বাংলা ব্লকেড কত সময় ধরে চলবে সে বিষয়ে কথা বলেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, তারা রাত ৮-৯টা অবধি কর্মসূচি পালন করবেন। তবে কেউ কেউ বলছেন, চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

কোটা সংস্কার দাবির আন্দোলনের এক সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়েই যাবে। তবে রোববার রাত ৮-৯টা পর্যন্ত সড়ক অবরোধের পরিকল্পনা তাদের।

আরেক সমম্বয়ক রিফাত রশীদ জানিয়েছেন, তারা পরবর্তী কোনো কর্মসূচির কথা ভাবছেন না। তারা চান, আজই (রোববার) চূড়ান্ত ফল নিয়ে ফিরে যেতে। প্রয়োজনে রাতভর অবরোধ চলবে।

রাজধানীর মূল পয়েন্টখ্যাত শাহবাগ মোড় বিকেল থেকেই অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচি ইন্টারকন্টিনেন্টাল অবধি ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করতে দেখা যায়। এ ছাড়া পরীবাগ মোড়ে কোটা সংস্কার চেয়ে নানা স্লোগান দিতে দেখা গেছে।

এছাড়াও রাজধানীর চানখারপুল মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ও অমর একুশে হল এবং বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ রেখেছেন।  

Link copied!