• ঢাকা
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সড়ক-রেলপথ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৫:০৬ পিএম
সড়ক-রেলপথ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
শিক্ষার্থীদে অবস্থান। ছবি : সংগৃহীত

অবরোধের সাড়ে ৪ ঘণ্টা পর সড়ক-রেলপথ ছেড়েছেন শিক্ষার্থীরা। ফলে ফের স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার পর অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই রাজধানীর মহাখালী এলাকার যান চলাচল শুরু হয়।

জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয় ডাকা হয়। পরে বৈঠক করতে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন।

১২ সদস্যের দলে আছেন, মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ এবং নিরব হোসেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা।

এর আগে সোমবার বেলা ১১টার পর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পাশাপাশি রেললাইনও অবরোধ করেন শিক্ষার্থীরা। 

Link copied!