• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্র-জনতার অভ্যুত্থান : আহত ১৫ জনকে লাখ টাকা করে অনুদান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৪:০৭ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থান : আহত ১৫ জনকে লাখ টাকা করে অনুদান
চেক হস্তান্তরকালে। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আহত ১৫ জনকে আর্থিক অনুদান হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুদান দেওয়া হয়।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বার্ন ইউনিটে এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ ১০০ কোটি টাকা অনুদান দেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়।

Link copied!