• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

বোনের বাড়িতে বেড়াতে এসে শিক্ষার্থীর আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৪, ০১:১৮ পিএম
বোনের বাড়িতে বেড়াতে এসে শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও আনসার হেড কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে বনি ইয়াসমিন (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব তন্ময় বলেন, “খিলগাঁও আনসার হেড কোয়ার্টারের ২৮৩/সি নম্বর বাসার নিচতলার একটি রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় পেচানো মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এসআই মো. শিহাব তন্ময় আরও জানান, নিহত শিক্ষার্থী মাগুরা থেকে তার বোনের বাসায় বেড়াতে আসেন। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে গলায় ফাঁস দিয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!