বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশ থেকে ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এই দিনকে কেন্দ্র করে কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ সংগঠন বিশৃঙ্খলা করলে ছাত্র-জনতা উচিত শিক্ষা দিয়ে বাংলার জমিন ছাড়া করবে।
বুধবার (১৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রতি সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সারজিস আলন বলেন, “বাংলাদেশের মাটিতে কোনো ধরনের বৈষম্য থাকবে না। ছাত্র-জনতার নিরাপত্তা, সকল নাগরিকদের নিরাপত্তা বাংলাদেশের ছাত্র সমাজই নেবে।”
সমাবেশে অংশ নেওয়া বেলাল হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, “১৫ আগস্ট উপলক্ষে কোনো প্রকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের কোনো অঙ্গ সংগঠন বিশৃঙ্খলা করে, তাহলে ছাত্র-জনতা উচিত শিক্ষা দেবে।”
দেশে কোনো ধরনের সংখ্যালঘু নেই জানিয়ে ওই শিক্ষার্থী বলেন, “হিন্দু, বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষ সবাই বাংলাদেশের। তাদের জানমালের নিরাপত্তা ছাত্র সমাজ দেবে। বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না। বাংলাদেশে থাকবে শুধু মানবাধিকার, সবাই মানুষ, মনুষ্যত্ব নিয়ে বাংলার জমিনের আমরা সবাই বসবাস করব।”
ছাত্রলীগ-যুবলীগ হিন্দুদের বাড়িঘরে হামলা করে সম্প্রতি বন্ধ নষ্ট করার চেষ্টা করছে জানিয়ে বেলাল বলেন, “আমরা দেখেছি, ছাত্রলীগ ও যুবলীগের কিছু লোকজন হিন্দু সেজে এবং অন্য ধর্মের লোক সেজে বিভিন্ন মন্দির পোড়াচ্ছে, নির্যাতন করছে, পাশাপাশি ভারতীয় মিডিয়ার মাধ্যমে এই ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করছে।”
সমাবেশে ছাত্র-জনতা দাবি করেন, খুব দ্রুততম সময়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্রজনতার ওপর হামলা করেছে, নির্বিচারে গুলি করেছেন এবং পাখির মতো মানুষ হত্যা করেছেন তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেবে অর্ন্তবর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে দেশে এনে তাকেও যেন ফাঁসি দেওয়া হয়।