• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার: সূচক কমলেও লেনদেন বেড়েছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২১, ২০২৪, ০২:৫১ পিএম
শেয়ারবাজার: সূচক কমলেও লেনদেন বেড়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২১ মে) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭১ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৯১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬১কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকা।

আজ দিনে ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ২৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির।

Link copied!