• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ডিএসইর বিবৃতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৮:০৭ পিএম
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ডিএসইর বিবৃতি
ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো। ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

শনিবার (১০ আগস্ট) ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।    

এতে বলা হয়, আমাদের গর্ব আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেলজয়ী অর্থনীতিবিদ, ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা। একইসঙ্গে তার নেতৃত্বাধীন নবীন ও প্রবীণের অংশগ্রহণে দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।

বিবৃতিতে আর বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত উপদেষ্টারা অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের দিকে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি দেশের পুঁজিবাজার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পুঁজিবাজার বিষয়ক নীতি সহায়তায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ও সার্বজনীন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!