• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০২:২৬ পিএম
ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবার

দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য ঈদের দিন বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রায় ৯ হাজার বন্দিও এই বিশেষ খাবার খাবেন। সকালে দেওয়া হয়েছে মুড়ি, পায়েস, মিষ্টি। দুপুর ও রাতে দেওয়া হচ্ছে উন্নত খাবার।

শনিবার (২২ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য জানিয়েছেন।

সুভাষ কুমার বলেন, সকালে কারাগারের ভেতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব মুসলিম কারাবন্দি জামাতে অংশ নেন। বর্তমান তাপদাহ ও গরমের কথা বিবেচনা করে এবার বিনোদনের কোনো ব্যবস্থা নেই। কারাবন্দিরা রাতে রোদে ও গরমে শারীরিক কোনো সমস্যায় যাতে না পড়েন, সেসব বিষয় বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারা সূত্র জানায়, দুপুরে বন্দিদের জন্য পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস/খাসির মাংস পরিবেশন করা হবে। এ ছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও থাকবে। রাতের খাবারে বন্দিরা খাবেন সাদা ভাত, আলুর দম, ডিম ও রুই মাছ। এ ছাড়া থাকবে লেবু ও শসা।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক প্রশাসন মো. মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, দেশের সব কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। সংশ্লিষ্ট কারা কর্মকর্তা এসব বিষয় দেখভাল করছেন।

Link copied!