• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদ উপলক্ষে কারাবন্দীদের জন্য বিশেষ খাবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৩:৩৪ পিএম
ঈদ উপলক্ষে কারাবন্দীদের জন্য বিশেষ খাবার
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

কারা সূত্রে জানা যায়, সকালে কারাগারের ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে কর্মকর্তা স্টাফসহ বন্দিরা একত্রে ঈদের নামাজ আদায় করেছেন। যে বন্দিরা ময়দানে আসেননি, তারা ওয়ার্ডে-ওয়ার্ডে নামাজ আদায় করেছেন।

ঈদের দিনের শুরুতে বন্দীরা খেয়েছেন মুড়ি ও পায়েস। দুপুরের খেয়েছেন পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ছিল খাসির মাংস। পাশাপাশি দেওয়া হয় মিষ্টি, কোমল পানীয় শসা ও লেবু। রাতে দেওয়া হবে ভাত, মাছ, আলুর দম ও ডিম।

Link copied!