• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবারও শিরীন শারমিনে আস্থা রাখলেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০২:৫৪ পিএম
আবারও শিরীন শারমিনে আস্থা রাখলেন প্রধানমন্ত্রী
আবারও স্পিকার নির্বাচিত হওয়ায় শিরিন শারমিন চৌধুরীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচন করা হয়েছে। এছাড়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এর আগে সংসদনেতা নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংসদনেতা নির্বাচনের পাশাপাশি সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়েছে। এছাড়া বর্তমান একাদশ সংসদে সরকারি দলের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। তিনি একই সঙ্গে আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Link copied!