• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার করবে দক্ষিণ কোরিয়া’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৫:২৩ পিএম
‘বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার করবে দক্ষিণ কোরিয়া’
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সাক্ষাৎকালে ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বৃহৎ প্রকল্প দক্ষিণ কোরিয়া বাস্তবায়নে সহযোগিতার করবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, “বাংলাদেশের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া।”

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দিয়েছেন বলে জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের সহযোগিতায় চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কয়েকটি বৃহৎ প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।”

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।”

এসময় কারিগরি শিক্ষায় দক্ষিণ কোরিয়ার সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।

Link copied!