• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

পিলখানায় নিহত সেনারা শহীদের মর্যাদা পাচ্ছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৬:২৮ পিএম
পিলখানায় নিহত সেনারা শহীদের মর্যাদা পাচ্ছেন
মরদেহ কাধে নিয়ে সেনাকর্মকর্তার কান্না। ফাইল ফটো

পিলখানায় নিহত সেনাকর্মকর্তারা শহীদের মর্যাদা পাচ্ছেন। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তের কথা জানায় সরকার।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় (তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআর সদর দপ্তর) সংঘটিত বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন বীর সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন শাহাদত বরণ করেন।

তথ্য : আমাদের সময়

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!