বাধ্যতামূলক অবসরে সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৭:০৪ পিএম
বাধ্যতামূলক অবসরে সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেন
মো. ইসমাইল হোসেন। ফাইল ফটো

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ অক্টোবর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন ইসমাইল হোসেন। গত ৩০ সেপ্টেম্বর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।

Link copied!