• ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০, ২৯ রমজান ১৪৪৬

গুলশানে ভোট দিলেন শেখ রেহানা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০১:০২ পিএম
গুলশানে ভোট দিলেন শেখ রেহানা
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা।

রোববার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকা-১৭ নির্বাচনী এলাকার এ ভোটকেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় তার সঙ্গে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছান। 

এ সময় ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ তাদের স্বাগত জানান।

ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, “জনগণ যাকে খুশি ভোট দিক। কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এটাই আমরা চাই। আমরা জনগণের সব রকম সহযোগিতা চাই।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!