প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে দেশের ৭০ শতাংশ মানুষ সন্তুষ্ট। ২০১৮ সালের তুলনায় শেখ হাসিনার জনপ্রিয়তা ৪ শতাংশ বেড়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা আইআরআইয়ের একটি জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ উত্তরদাতা শেখ হাসিনার কাজে সমর্থন জানিয়েছেন।
আইআরআই জরিপ অনুযায়ী, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সাফল্য শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তৃতকরণ প্রধানমন্ত্রীকে আরও জনপ্রিয় করে তুলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এ জরিপ চালায়। মঙ্গলবার (৮ আগস্ট) আইআরআইর ওয়েবসাইটে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, মার্চ-এপ্রিল ২০২৩’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ মনে করেন দেশ সঠিক পথে নেই। অপরদিকে ৪৪ শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক পথে এগোচ্ছে।
জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারেন। জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। তবে বেশিরভাগই মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচনে বিরোধীদের অংশ নেওয়া উচিত।
গত ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে এ জরিপ চালায় আইআরআই। দেশের ৬৪ জেলার পাঁচ হাজার ভোটারের সঙ্গে কথা বলে আইআরআই।