ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলরেকর্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাতে পেয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটররা।
প্রসিকিউটররা জানান, শেখ হাসিনা ছাড়াও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত অন্যদের কলরেকর্ড হাতে পেয়েছেন। এতে গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
প্রসিকিউটররা আরও জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা।