• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

দেশ ছাড়ার আগে বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৪:২৯ পিএম
দেশ ছাড়ার আগে বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা
শেখ হাসিনা। ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে পদত্যাগের পর একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি।

বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

এদিকে আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। তারপরেই তিনি পদত্যাগ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারত জানিয়ে দেয়, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাবে না। কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, শেখ হাসিনাকে ভারতে পৌঁছতে হবে। তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। 
 

Link copied!