বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে।”
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলরুমে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজিত লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কবিতা, ইতিহাস-গবেষণা, গল্প-উপন্যাস, অনুবাদ, শিশু সাহিত্য ও ভ্রমণ-বিজ্ঞাপন ক্যাটাগরিতে শতাধিক লেখককে সম্মাননা প্রদান করা হয়।
এতে সংবর্ধিত লেখকদের হাতে ক্রেস্ট, উত্তরীয়, সনদ ও সম্মানী তুলে দেন রাসিক মেয়র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, “শেখ হাসিনা সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। আমরা দেখি তিনি বিদেশে কোনো সফরে গেলে সেখান থেকে ফিরে এসে সংবাদ সম্মেলন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।”
মেয়র আরও বলেন, “সাংবাদিকেরা হচ্ছেন জাতির বিবেক। নানা ঝুঁকির মধ্যে থেকেও আপসহীনভাবে কাজ করে যান তারা। এটি সত্যিই প্রশংসনীয়। আর সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে মনে করা হয়। সংবাদপত্রের কারণে একেবারে তৃণমূল পর্যায়ের খবর আমরা জানতে পারি। কোথায় কী ঘটছে, কোথায় কী হচ্ছে, কী হওয়া উচিত, সবকিছুই আমরা জানতে পারি।”
খায়রুজ্জামান লিটন আরও বলেন, “সাংবাদিকেরা জনকল্যাণমূলক দাবিগুলো সবার সামনে তুলে ধরবেন। এটি জাতি আশা করে। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা নিজেদের ঐক্য আরও সুদৃঢ় করে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করছি।”
সংগঠনটির সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।
বক্তব্য দেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, কে এম শহিদুল হক, শাহ মুহাম্মদ মোতাসিম বিল্লাহ, জুরিবোর্ডের সদস্য ড. হাসান অরিন্দম, লেখক সম্মাননা উপকমিটির আহ্বায়ক কবীর আলমগীর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।
এ ছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াছ খানসহ সাংবাদিক নেতারা ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য ও লেখকরা উপস্থিত ছিলেন।