• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই : পরিকল্পনামন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৩:৪৭ পিএম
এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই : পরিকল্পনামন্ত্রী
ছবি : সংগৃহীত

দেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, “সরকারের ত্রুটিবিচ্যুতি আছে। কিন্তু এই মুহূর্তে অন্য কেউ দায়িত্ব নিলে দেশ পরিচালনা করতে পারবে না।”

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও জমির অধিকার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, “ব্রিটিশরা জমির এক অদ্ভুত বৈষম্যমূলক বণ্টন চালু করে যায়। যা পরবর্তীতে কোনো সরকারই সংস্কারের উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার সংস্কারে বিশ্বাস করে। শুধু ভূমি আইন নয় বরং অনেক ক্ষেত্রেই সংস্কার করা হয়েছে। যার উদ্যোগ আগে কেউ নেয়নি।”

ভূমির মালিকানা নিয়ে হাজার বছর ধরে যে অন্যায় ঘটছে তা এখনো বন্ধ করা যায়নি বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, “বর্তমান সরকার ভূমি আইন সংস্কার ও ডিজিটাল পদ্ধতি চালু করলেও তা জমির বিরোধ নিষ্পত্তি পুরোপুরি সহজ করতে পারেনি।”

ভূমি অধিকারসংক্রান্ত আঞ্চলিক সেমিনারে বক্তারা জানান, ভূমিতে ন্যায্য মালিকানা প্রতিষ্ঠায় কোনো সরকারই কার্যকর উদ্যোগ নেয়নি। জলবায়ু পরিবর্তনের কারণে ভূমির মালিকানা নিয়ে আরও সংকট তৈরি হচ্ছে। প্রকৃত কৃষকদের কাছে জমির মালিকানা দিতে সরকারি উদ্যোগেরও তাগিদ দেন বক্তারা।

Link copied!