• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

শেখ হাসিনাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না : তারেক রহমান


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১০:০৪ পিএম
শেখ হাসিনাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। এই প্রশ্নে সবাইকে এক হতে হবে। বাংলাদেশের মাটিতে এসব হত্যাকাণ্ডের বিচার করতেই হবে।”

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ফেনীর সোনাগাজী ছাবের পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দেন তারেক রহমান। এছাড়া চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শহীদের পরিবারের মাঝেও বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

তারেক রহমান বলেন, “হাজার-লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তারা পালাতে বাধ্য হয়েছে। অবশ্যই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। যদি বিচার না হয় হয়, তাহলে খুন ও গুমকারীরা আরও উৎসাহ পাবে।”

বিএনপি নেতা বলেন, “বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, স্বচ্ছতা থাকবে। এমন একটি দেশ গড়তে কাজ করতে হবে। শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি আড়াই বছর আগেই সংস্কারের কথা বলেছে। কারণ বিএনপি বিশ্বাস করত স্বৈরাচারের বিদায় হবেই। খেয়াল করছি, কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে। আমাদের দেখতে হবে, এই সংস্কার সংস্কার বলা কোনো ষড়যন্ত্র কিনা।”

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল নব-নির্মিত বাড়ি উদ্বোধন করেন।

উল্লেখ্য, মোহাম্মদ মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা ছিলেন। ২০১৬ সালের ২২ জুন পুলিশের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তিনি মিথ্যা মামলায় আটকের পর ক্রসফায়ারের শিকার হয়েছিলেন বলে অভিযোগ। তার স্ত্রী আয়েশা আক্তার, নবম শ্রেণিতে পড়ুয়া মুমতাহিনা বিন মাসুদ নামে এক কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন।

Link copied!