শাওন-সাবার সর্বশেষ পরিস্থিতি জানাল ডিবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:০৭ পিএম
শাওন-সাবার সর্বশেষ পরিস্থিতি জানাল ডিবি
মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা। ছবি : সংগৃহীত

অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে। বর্তমান তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আছেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ২ অভিনেত্রীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

রেজাউল করিম মল্লিক বলেন, “মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।”

এর আগে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে আটক করা হয়ে সোহানা সাবাকে।

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। 

Link copied!