• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

বিটিএমএর নতুন প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৮:২৫ এএম
বিটিএমএর নতুন প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল।

রোববার (১১ আগস্ট) সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ আগস্ট অনুষ্ঠিত বিটিএমএর পরিচালনা পর্ষদের সভায় শওকত আজিজ রাসেলকে সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিতে নির্বাচিত করা হয়েছে।

এর আগে, শওকত আজিজ তিন মেয়াদে মোট ছয় বছর বিটিএমএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একাধিক মেয়াদে এক দশকেরও অধিককাল বিটিএমএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশের স্বনামধন্য ব্যবসায়ী শওকত আজিজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Link copied!