• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শমসের মবিনকে শোকজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০২:৩৮ পিএম
শমসের মবিনকে শোকজ
শমসের মবিন চৌধুরী। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সোনালি আঁশ প্রতীকের প্রতিদ্বন্দ্বী শমসের মবিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিলেট-৬ আসনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আল আসাদ মো. মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এ নোটিশে তাকে শোকজ করা হয়।

নোটিশে বলা হয়, শমসের মবিন চৌধুরী নির্বাচনী এলাকা ২৫৪, সিলেট-৬ আসনে সোনালি আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মঙ্গলবার (২ জানুয়ারি) গোলাপগঞ্জ থানা বাসেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তথা শিতেশ্বর গ্রামে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান দিয়েছেন। এ বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ এসেছে।

যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৩নং বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন সুপারিশ করা হবে না এই মর্মে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।  

Link copied!