• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

শাহবাগ ‘ব্লকেড’, তীব্র যানজট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৩:২৫ পিএম
শাহবাগ ‘ব্লকেড’, তীব্র যানজট

রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা। পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে তাদের এই অবস্থান বলে জানা গেছে।

এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়-সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহবাগ ‘ব্লকেড’ করা হয়।

এর আগে দুপুর ১টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন। মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে যান। তাদের কেউ কেউ শাহবাগ মোড়ের সড়কে শুয়ে ও বসে পড়েন। অনেকে দাঁড়িয়ে অবস্থান নেন।

পূর্বঘোষণা অনুযায়ী, চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগের দিকে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। আর অন্যদের মধ্যে একটি অংশ শাহবাগ থানাসংশ্লিষ্ট সড়কে অবস্থান নেন। আরেকটি অংশ শহীদ মিনারে ফিরে যান।

এর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। বর্তমানে বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।
তথ্য : প্রথম আলো

Link copied!