দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরেছেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান। দেশে ফিরে দীর্ঘদিন পর সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “দেশে ফিরে শেখ হাসিনাকে খুব অনুভব করছি। তার পিতা ও তাকে উপাধি দিয়েছি। একজন বীর পলাতক শ্রেষ্ঠ ও বীর পলাতক উত্তম।”
রোববার (১৮ আগস্ট) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি এসব কথা বলেন।
সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শফিক রেহমান বলেন, “আমি তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড চাই না। আমি কোনো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। আমি একাত্তরে দেশে ফিরতে পারিনি। এবার দেশে ফিরলাম।”
শফিক রেহমান আরও বলেন, “সবাইকে অনুরোধ, ব্যক্তিপূজা বন্ধ করুন। ব্যক্তিপূজা ইসলাম ধর্মের বিরোধী। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন করতে হবে।”
এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।