প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম (২৮) আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ কাউন্সিলের সামনে বুধবার (৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে নয়টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তিনি হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান।
সারজিসের সঙ্গে হাসপাতালে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, ‘ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে সারজিস আলম প্রাইভেট কার চালিয়ে যাচ্ছিলেন। এ সময় সামনে দিয়ে একটি শিশু দৌড় দিলে প্রাইভেট কারটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে সারজিস চোখের নিচে সামান্য আহত হন। তার চোখের নিচে একটি সেলাই লেগেছে। তবে চোখ ও মাথায় কোনো সমস্যা নেই। পরে চিকিৎসা নিয়ে আমরা হাসপাতাল থেকে চলে যাই।’
শুভ হাওলাদার জানান, সারজিস প্রাইভেট কার চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম আহত অবস্থায় ঢাকা মেডিকেলে এসেছিলেন। পরে চক্ষু বিভাগ থেকে চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন।’