হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি মুদ্রা ও সোনাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১টা ২০ মিনিটে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ২৫০ রিয়াল (সৌদি মুদ্রা), বিভিন্ন স্বর্ণালঙ্কার ও তিনটি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. ওহিদুর। তার বাড়ি গোপালগঞ্জ জেলার নিজড়া গ্রামে।
বেবিচক সূত্র জানায়, গ্রিন চ্যানেলে ওহিদুরের সন্দেহজনক আচরণ দেখে এনএসআই সদস্যরা তার প্রবেশের কারণ জানতে চান। এ সময় তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। এরপর তার দেহ তল্লাশি করে সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে ওহিদুর জানান, সৌদিয়া এয়ারলাইন্সের রিয়াদ-ঢাকা ফ্লাইটে থাকা আলামিন নামের এক যাত্রী তাকে এসব স্বর্ণালঙ্কার দিয়েছেন। তিনি এগুলো বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ লিটন নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে এক হাজার ২৫০ সৌদি রিয়াল প্রাপ্তির কথা স্বীকার করেন।