• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালিবাগে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ১০:৫৭ এএম
মালিবাগে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ (৫৬) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, আব্দুল ওয়াদুদ কুমিল্লা জেলার বুড়িচং থানার মৃত সারাফাত আলীর ছেলে। বর্তমানে মালিবাগ পশ্চিম হাজিপাড়ার বাসায় ভাড়া থাকতেন।

নিহতের ছেলে মো. আনোয়ার বলেন, “আমার বাবা নিরাপত্তাকর্মী হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। রাতে নাইট গার্ডের ডিউটি শেষে বাসায় ফেরার পথে মালিবাগের রেলগেটে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।”

Link copied!