• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

সচিবালয়ে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৫:০৭ পিএম
সচিবালয়ে আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত

সচিবালয়ে ৯ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ভবনের নিচ তলায় এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম বলেন, “একটি ইলেকট্রিক বোর্ড থেকে সচিবালের আগুন লাগে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে চারটা ৩৫ মিনিটে আমরা আগুন নিভিয়ে ফেলে।”

Link copied!