এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কোপানো ব্যবসায়ী নেতা এহতেশামুল হকের অবস্থা গুরুতর। চাপাতির কোপে তার এক পা ও হাত মারাত্মক জখম হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত তৈরি হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মাস্ক পরা ৮-১০ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহতাবস্থায় ফেলে যায় তাকে।
এহতেশাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। তিনি মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে।
এহতেশামের ভাই মোহাম্মদ ইফতেখার রোববার (১২ জানুয়ারি) সকালে বলেন, তার ভাইয়ের হাত এবং পায়ের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ অস্ত্রোপচার হবে। এরপর তার অবস্থা বোঝা যাবে। তার জ্ঞান থাকলেও ভালোভাবে কথা বলতে পারছেন না।
কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতার ভাষ্য, এহতেশামুল হক বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তার ওপর হামলার ঘটনাটি রাজনৈতিক কারণে নয় বলে মনে করছেন তারা। তারা যতটুকু জানতে পেরেছেন, চাঁদা না দেওয়ায় এবং ব্যবসায়ীদের নির্বাচনকেন্দ্রিক দ্বন্দ্বে হামলার এ ঘটনা ঘটতে পারে।
ঘটনার সময়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তিনি চিৎকার করে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। কয়েক দফা উঠে দাঁড়ানোরও চেষ্টা করেন। একপর্যায়ে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যান। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ায় ‘ইমন গ্রুপের সন্ত্রাসীরা’ তাকে কুপিয়েছে। জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনও করেছেন মাল্টিপ্ল্যানসহ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা।