• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ভিসা নিয়ে বাংলাদেশি কর্মীদের সুখবর দিল সৌদি আরব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৩:০৪ পিএম
ভিসা নিয়ে বাংলাদেশি কর্মীদের সুখবর দিল সৌদি আরব
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। ছবি : সংগৃহীত

ভিসা নিয়ে বাংলাদেশি কর্মীদের সুখবর দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি বলেছেন, “বাংলা‌দে‌শি কর্মী‌দের বুধবার (১৪ আগস্ট) থে‌কে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু ক‌রে‌ছে সৌ‌দি আরব দূতাবাস।”

বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি।

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ব‌লেন, “সৌ‌দি দূতাবাস এখন সব ধর‌নের সেবা দেওয়া শুরু ক‌রে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকা‌লে প্রতি‌দিন গ‌ড়ে ৫ হাজার ভিসা ইস্যু করা হ‌ত।”

পররাষ্ট্র উপ‌দেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত ব‌লেন, “বাংলা‌দেশ ও সৌ‌দির ম‌ধ্যে ঐতিহা‌সিক সম্পর্ক র‌য়ে‌ছে। আমরা অর্থ‌নৈ‌তিক ইস্যু, ভিসা ইস্যুসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলাপ ক‌রে‌ছি। আশা কর‌ছি, দ্রুতই বাংলা‌দে‌শে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফি‌রে আস‌বে। বাংলা‌দেশ স্থি‌তিশীলতা উপ‌ভোগ কর‌বে।”

সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সৌ‌দি‌তে আশ্রয় চেয়ে‌ছেন ব‌লে খবর প্রকাশ হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে এক প্রশ্নের জবাবে ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ব‌লেন, “আমি এ রকম কিছু শু‌নিনি।”

Link copied!