শনিবার আন্তর্জাতিক ম্যারাথন, বন্ধ থাকবে যেসব সড়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:৪৩ পিএম
শনিবার আন্তর্জাতিক ম্যারাথন, বন্ধ থাকবে যেসব সড়ক
ডিএমপির লোগো। ফাইল ফটো

রাজধানীর ৩০০ ফিট এলাকায় শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

এতে বলা হয়, শনিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হবে ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আজ শুক্রবার সন্ধ্যা ৭টা হতে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

উক্ত সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য সব যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।

Link copied!