• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

রাজধানীতে সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৭:২৮ পিএম
রাজধানীতে সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

রাজধানীর নতুন বাজার এলাকায় বেতন-ভাতা নিয়মিত না পাওয়াসহ বিভিন্ন অভিযোগে ময়লা ফেলে রেখেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিক্ষুব্ধ পরিচ্ছন্নতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নতুন বাজার থেকে নর্দাগামী সড়কের পাশে থাকা ময়লার ডিপোটিতে তালা থাকা বিক্ষুব্ধ পরিচ্ছন্নতাকর্মীরা সড়কেই ময়লা ফেলে প্রতিবাদ জানায়। এরপর সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে ময়লা অপসারণের কাজ শুরু করে।

বর্জ্যে ভরা ট্রাকগুলো সড়কের পাশে দাঁড় করানো রয়েছে, আর সেগুলোর পাশেই ছড়িয়ে আছে ময়লার স্তূপ, যা সড়কটিকে আরও সংকীর্ণ করে তুলেছে। বর্জ্য ব্যবস্থাপনার শার্ট বা ক্যাপ পরিহিত কর্মীরা নিজ নিজ ভ্যান উল্টে সড়কের ওপর ময়লা ফেলে দিচ্ছেন।

বর্জ্যের কারণে সড়কে কিছু স্থান প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে গাড়িগুলোকে ধীরে ধীরে পাশ কাটিয়ে যেতে হচ্ছে, আর এতে যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে।

Link copied!