• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০২:৪০ পিএম
সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) জামিনের এ মেয়াদ বাড়ান ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। এ সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, সম্রাটের পক্ষে আইনজীবী জামিন স্থায়ী করার আবেদন জানালে আদালত জামিন বর্ধিত করেন। অন্যদিকে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে তার আইনজীবী এহসানুল হক সমাজী সময়ের আবেদন করেন।

আইনজীবী ব্যক্তিগতভাবে অসুস্থ জানিয়ে আদালতকে জানান, তিনি যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। দুদকের পক্ষে আবেদনের বিরোধিতা করা হয়।

শুনানি শেষে আদালত সময় মঞ্জুর করেন এবং পরবর্তী তারিখ ধার্য করেন। তবে আদালত বলেন, “পরবর্তী তারিখে শুনানি করতে হবে।”

এ নিয়ে সাতবারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। গত ২১ জুন, ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট ১৯ সেপ্টেম্বর ও ২০ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি।

এর আগে, ২০১৯ সালের ৭ অক্টোবর ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই দিনই তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, পিস্তল ও বিরল প্রজাতির বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!