• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে কারণে মন্ত্রীর ‘পদমর্যাদা’ পাবেন সালমান এফ রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৮:০৯ পিএম
যে কারণে মন্ত্রীর ‘পদমর্যাদা’ পাবেন সালমান এফ রহমান
সালমান এফ রহমান। ফাইল ফটো

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সালমান ফজলুর রহমানের নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

গত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন সালমান এফ রহমান।

এর আগে গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন বলে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

Link copied!