• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৪:৫৪ পিএম
রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান
আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

শাহজাহান মাঝি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার সাব-ইন্সপেক্টর ওমর ফারুক রিমান্ড শেষে সালমান এফ রহমানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ মামলায় গত ২ অক্টোবর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।

গত ১৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা মহানগরের কোতয়ালী থানাধীন সদরঘাটস্থ মসজিদ ঘাট হইতে বিজিবি এবং কোস্ট গার্ড-এর সহায়তায় বর্ণিত সালমান এফ রহমানকে আটক করা হয়।

পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হক নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Link copied!