মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই।”
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচির সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ফিলিস্তিনের জন্য বিএনপির বৃহৎ পরিসরে কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফিলিস্তিনে গণহত্যার পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ যোগাচ্ছে মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান।”
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী ও ইসরায়েলপন্থিদের সমর্থক ছিল। বাংলাদেশের পাসপোর্টে ইজরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল নাম প্রত্যাহার করে আওয়ামী লীগ ইসরায়েলকেই পরোক্ষ স্বীকৃতি দিয়েছিল।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আমরা পত্রিকা থেকে যে পরিসংখ্যান পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে, ৫০-৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। প্রকৃতপক্ষে এই পরিসংখ্যানের চেয়েও আরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।”