রাজধানীর কাকরাইল মসজিদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাদপন্থিদের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
হাবিবুল্লাহ রায়হান জানান, কাকরাইল মসজিদে রাত্রিযাপনসহ অন্য কার্যক্রম চলাকালে শান্তিশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম অবনতি না ঘটে, এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের কোনোরকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন হাবিবুল্লাহ রায়হান।