• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাবার বুলেটে ঢাকা রেসিডেনসিয়ালের শিক্ষার্থী নিহত, পাগলপ্রায় মা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৫:৫৬ পিএম
রাবার বুলেটে ঢাকা রেসিডেনসিয়ালের শিক্ষার্থী নিহত, পাগলপ্রায় মা
ছেলের সঙ্গে নাজিয়া খান। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর নাম ফারহান ফাইয়াজ। ছেলের মৃত্যুতে পাগলপ্রায় মা। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে এ ঘটনা ঘটে।

ফেসবুক স্ট্যাটাসে ছেলের সঙ্গে ছবি দিয়ে এ তথ্য জানিয়েছেন নিহত শিক্ষার্থীর মা নাজিয়া খান। ফারহানের মা নাজিয়া খান তার ফেসবুক স্ট্যাটাসে ছেলে হারানোর বিচার চেয়েছেন। তিনি লেখেন, ‘আমার ছেলে ফারহান। সে এখন মৃত। আমি এর বিচার চাই।’

নাজিয়া খান সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি স্ট্যাটাস দেন। প্রথমটিতে ছেলের কয়েকটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, “তারা আমার ছেলেকে হত্যা করেছে। তার বয়স এখনো ১৮ বছরও হয়নি। সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নিয়েছে। আমি চাই, আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন। আমি এর বিচার চাই।”

আরেক স্ট্যাটাসে নাজিয়া খান লিখেন, “আমার ছেলে ফারহান। সে এখন মৃত। আমি এর বিচার চাই।”

রাজধানীর ধানমন্ডি রাপা প্লাজার কাছে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে রাবার বুলেটে বিদ্ধ হন ফারহান ফাইয়াজ। রিকশায় আহত ফারহানকে নিয়ে হাসপাতালে ছোটেন উদ্ধারকারীরা। বাঁচানোর চেষ্টা চললেও সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে মারা যান তিনি।

Link copied!