• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারী কর্মকর্তার রুম থেকে সাড়ে ২১ লাখ টাকা উদ্ধার নিয়ে চাঞ্চল্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০১:১৮ পিএম
নারী কর্মকর্তার রুম থেকে সাড়ে ২১ লাখ টাকা উদ্ধার নিয়ে চাঞ্চল্য
সাদিয়া বিনতে আফজাল

শিল্পকলা একাডেমির নারী কালচারাল কর্মকর্তার রুম থেকে তল্লাশি চালিয়ে ২১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে চার সদস্যের একটি দল। মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে সাবেক মহাপরিচালক লিয়াকত আলীর লাকীর পিএস আবু সালেহ মো. আব্দুল্লাহ ও সাদিয়া বিনতে আফজালের তালাবদ্ধ কক্ষ থেকে এসব টাকা উদ্ধার করে। এ নিয়ে শিল্পকলার কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য। 

এর আগে, সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কক্ষ তল্লাশি করে পাওয়া যায় ২ লাখ টাকা।

আরেক কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের কক্ষ থেকে তল্লাশি চালিয়ে আরও ২ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র উদ্ধার করে তল্লাশি টিম। কৌতূহলী কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, দুর্নীতিগ্রস্ত সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অনিয়ম দুর্নীতির দোসর কর্মকর্তাদের তালাবদ্ধ রুমগুলো যেন টাকার খনিতে পরিণত হয়েছে।

টাকা উদ্ধার বিষয়ে কালচারাল অফিসার কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনের মেয়ে সাদিয়া বিনতে আফজালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

Link copied!