• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

শাহবাগে চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৫:০২ পিএম
শাহবাগে চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ
চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ শুরু হয়। এতে সারা দেশ থেকে আসা চাকরিপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন। এরপর দুপুর ১টার দিকে তারা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এ সময় আন্দোলনকারীরা ‘বয়স না মেধা-মেধা মেধা’, ‘আর নয় কালক্ষেপণ-এবার দাও প্রজ্ঞাপন’, ‘৩৫ এর শৃঙ্খল ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাকিল গণমাধ্যমকে বলেন, “আজ দুপুরের দিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিল। সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের কারণে শাহবাগ এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!