• ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৪ চৈত্র ১৪৩০, ২৭ রমজান ১৪৪৬

যাত্রীদের জিম্মি করে বাসে ছিনতাইয়ের অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ১০:১০ এএম
যাত্রীদের জিম্মি করে বাসে ছিনতাইয়ের অভিযোগ
ছবি : সংগৃহীত

চলন্ত বাসে দেশি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীরা লুট করে নেয় একাধিক যাত্রীর মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র।

সোমবার (২৪ মার্চ) রাতে পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে সিএন্ডবি পর্যন্ত সড়কে এ ঘটনা হয় বলে অভিযোগ করেছেন বাসটির যাত্রীরা।

যাত্রীরা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাক-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৪ থেকে ৫ জন ব্যক্তি এতে ওঠে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একাধিক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর তারা সিএন্ডবি স্ট্যান্ডে চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায়।

পরে বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে যাত্রী ও শিক্ষার্থীরা বাসটিসহ ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক, হেলপার ও কন্ডাক্টরকে আটক করে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই তিনজনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এর আগে গত ফেব্রুয়ারিতে সাভারের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনেরই একটি বাসে যাত্রীদের আহত করে ছিনতাই করা হয়।

Link copied!