• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:৩৮ পিএম
অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ফারাহ দীবা (৬০)।

সোমবার (২৮ অক্টোবর) ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার পহন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দুপুরে ডিওএইচএসের ১০ নম্বর সড়কের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারহা দীবার স্বামী কাজী আব্দুল মতিন বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার।

পল্লবী জোনের সহকারী কমিশনার পহন চাকমা বলেন, ধারণা করা হচ্ছে রোববার সকালে বাসার তত্ত্বাবধায়ক ও গাড়িচালক ওই নারীকে হত্যার পর কিছু মালামাল লুট করে পালিয়েছেন। ঘটনার সময় বাসাতে ওই নারী ছাড়া কেউ ছিলেন না। ওই নারীর স্বামী, ছেলে ও মেয়ে চাকরিজীবী। তারা বাইরে থাকার সুযোগ নিয়ে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

পুলিশি এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Link copied!