• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৯:৩৫ এএম
২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছ। রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ এখন ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আর গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

গত ৭ নভেম্বর দেড় বিলিয়ন ডলারের আকু পেমেন্ট নিষ্পত্তি করায় সেসময় দেশের রিজার্ভ ১৮ দশমিক ১৯ বিলিয়নের ঘরে নেমে আসে। এর প্রায় প্রায় দেড় মাস পর গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়ানোর কথা জানায়। সে সময় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভের পরিমাণ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানিতে ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে, রেমিট্যান্স ৩০ শতাংশ বেড়েছে। আর রপ্তানি বেড়েছে ৮ শতাংশ। 

Link copied!