কোটা সংস্কার আন্দোলনে গণ-অভ্যুত্থানে মধ্য দিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মাসের প্রথম ২৪ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত ৪-১০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার, ১১-১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ, ১৮-২৪ আগস্ট পর্যন্ত এসেছে ৫৮ কোটি ৪১ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি আগস্ট মাসের ২৪ আগস্ট পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৬৯ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।